ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
নকলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শেরপুর: প্রতি বছরের মতো এবারও শেরপুরের নকলায় শীতার্ত অসহায়, দরিদ্র চার শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বানেশ্বরদী কান্দাপাড়ার মুন্সীবাড়ির আঙিনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনাইটেড কিংডম (ইউকে)-তে সংগঠিত গ্লোবাল এইড ট্রাস্ট, শেরপুর-বাংলাদেশের প্রধান নির্বাহী এএসএম আশরাফ মাহমুদ উজ্জলের অর্থায়নে এবং স্থানীয় হায়াতুল্লাহ মুন্সী ট্রাস্টের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয়।

 

সমাজসেবক আব্দুল আওয়াল লেচু মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার।

অন্যদের মধ্যে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য একে আজাদ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর, সমাজসেবক জুসহাস উদ্দিন, মোস্তাক আনোয়ার রাকিব, কাউসার আমীন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।