ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শা সীমান্ত থেকে ২ স্বর্ণের বার জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
শার্শা সীমান্ত থেকে ২ স্বর্ণের বার জব্দ

বেনাপোল (যশোর): যশোরের নাভারন রেলওয়ে স্টেশন রোডে অভিযান চালিয়ে দুইটি স্বর্ণের বার (৬২০ গ্রাম) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শনিবার( ১৮ জানুয়ারি) বিকেলে বার দুই জব্দ করা হয়।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্টেশন রোডের ফলপট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগের ভেতর থেকে দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়।

যার ওজন ৬২০ গ্রাম। তবে টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্বর্ণের বার দুইটি সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।