bangla news

মুন্সিগঞ্জে ট্রলির ধাক্কায় দেয়াল ধসে ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৮ ৪:৫৯:২৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় ট্রলির ধাক্কায় দেয়াল ধসে চাপা পড়ে মো. আসিফ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার আদারিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসিফ একই গ্রামের সবজি বিক্রেতা মো. আজিজের ছেলে ও স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।  

নিহতের স্বজনরা জানান, নিজ বাড়ির সামনে একটি খোলা জায়গায় খেলা করছিল আসিফসহ আরও কয়েকজন শিশু। এসময় বালুভর্তি ট্রলি একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়ালটি ধসে চাপা পড়ে আসিফ। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিন বাংলানিউজকে জানান, ঘাতক ট্রলিটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-01-18 16:59:25