ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
রাজশাহীতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে থানাধীন চর সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ফাহিম ও ফারহান নামে নিহত ওই দুই শিশুরই বয়স ৪ বছর।

তারা মামাতো-ফুফাতো ভাই। ফাহিম এলাকার মাসুদ ও ফারহান একই এলাকার রানার ছেলে।  

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল ৯টার দিকে প্রথমে এক শিশু পুকুরে পানিতে পরে যায়। পরে আরেক শিশু তাকে ধরতে পানিতে নামে। এসময় দুজনই ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা দুই শিশুকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুর ১টার দিকে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান, অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় ওই পরিবারে এখন শোকের মাতম চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।