ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের কল্যাণে মানুষ আজ শান্তিতে বসবাস করছে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
পুলিশের কল্যাণে মানুষ আজ শান্তিতে বসবাস করছে বক্তব্য রাখছেন জাবেদ পাটোয়ারি

সাভার (ঢাকা): পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি বলেছেন, পুলিশের কল্যাণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে ‘বিজয় উৎসবে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জাবেদ পাটোয়ারি বলেন, বাংলাদেশ পুলিশকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষে এই বাহিনীর লোকবল বৃদ্ধি করা হচ্ছে।

সেই সঙ্গে তাদের সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তনে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এই বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ দিন-রাত কাজ করছে।

যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।