ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের হাসান নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ঘটনা ঘটে।

মনিরের সহকর্মী মোস্তফা মিয়া জানান, তারা হাসান নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন।

বিকেলে মনির ভবনের দোতলার বাইরের দিকে মাচা বাঁধছিলেন। এ সময় বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ লাগলে মনির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।