ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে ২ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
শরীয়তপুরে ২ ইটভাটাকে জরিমানা

শরীয়তপুর: ইটের পরিমাপে কারচুপি করার দায়ে শরীয়তপুর সদর উপজেলায় দুইটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তুলাসার এলাকার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

এসময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের সদস্যরা 

সহকারী পরিচালক সুজন কাজী বাংলানিউকজকে বলেন, ইটের দৈর্ঘ্য ও প্রস্থ সঠিক পরিমাপে পাওয়া গেলেও ইটের পুরুত্ব কম ও নেম প্লেটের পরিমাপ সঠিক না হওয়ায় মেসার্স ফরাজী অ্যান্ড মজুমদার ব্রিকস ও মেসার্স আংগারিয়া ব্রিকসকে ১০ হাজার করে ২০ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

এছাড়া আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে ভাটা দুইটিকে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।