ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত আহত ট্রাফিক পুলিশ সাব্বির। ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে সাব্বির (২৪) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সাব্বির ১৮০০ ব্যাচের ট্রাফিক পুলিশ সদস্য বলে জানা গেছে।

তিনি গাজীপুরের বদ্ধবাজার এলাকার বাসিন্দা।

সাভার ট্রাফিক পরিদর্শক (টিআই) আবুল হোসেন বাংলানিউজকে জানান, ছিনতাই করে পালানোর সময় ওই ছিনতাইকারীকে ঝাপটে ধরে সাব্বির। এসময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসএফ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।