ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
সিলেটে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

সিলেট: সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মুনতাহা আক্তার তানিয়া (২৬) নামে এক গৃহবধূর নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া নগরের চৌকিদেখি ৪৩/১ বাসার আনোয়ার হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী নিহতের স্বজন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার বাংলানিউজকে বলেন, রাতে নগরের সুবিদবাজার এলাকা থেকে রিকশায় করে নিজ বাসার দিকে যাচ্ছিলেন তানিয়া। এসময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তানিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, রাতের সড়কে বেপরোয়া হয়ে ওঠে ট্রাক। ফলে রাতে গাড়ি চালাতে গিয়ে মাঝারি ও হালকা যান চালকরা তটস্থ থাকেন। রাস্তার পাশ ধরে হাটা পথচারীদের মধ্যেও ভয় ধরায় বেপরোয়া গতির ট্রাকগুলো।  
 
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।