bangla news

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৪ ৩:০৪:৩৬ পিএম
মানববন্ধন। ছবি: শাকিল

মানববন্ধন। ছবি: শাকিল

ঢাকা: ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করণসহ ছয় দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের কর্মীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিক হাসান রাজা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পলাশ, জামাল উদ্দিন, মোহাম্মদ শিশির, মো. শাহাজাদ প্রমুখ।

দেলোয়ার হোসেন পলাশ বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ৩৭ জেলায় ১২৮টি উপজেলায় মোট ১ লাখ ৯৮ হাজার ৯৮৫ জন যুব ও যুব মহিলাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় তিন মাসের বিভিন্ন গ্রেডে মৌলিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কর্মরত ছিলাম এবং অনেকে আছে। প্রশিক্ষণকালীন ১০০ টাকা হারে এবং কর্ম সংযুক্তিকালীন ২০০ টাকা হারে মাসিক ৬০০০ টাকা কর্মকর্তাকে দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমান সময়ে এ স্বল্প টাকা অপ্রতুল্য। আবার দুই বছর পর মেয়াদও শেষ। এতে যুব ও যুব মহিলা একেবারে অসহায় হয়ে পড়ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল নির্মাণসহ দেশে অনেক মেগা প্রকল্প চলছে। এসব প্রকল্পে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগের দাবি জানান।

ন্যাশনাল সার্ভিস কর্মীদের দাবিসমূহ হলো- 
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বেতন-ভাতা বাড়ানো, কর্মীদের সুবিধার্থে ন্যাশনাল সার্ভিস কমিশন বা অধিদপ্তর গঠন, সব নতুন নিয়োগ বন্ধ রেখে ন্যাশনাল সার্ভিস কর্মীদের শূন্য পদে নিয়োগ দিতে হবে, প্রথম থেকে পঞ্চম পর্ব মেয়াদ শেষ হওয়া সবাইকে চাকরিতে পুনর্বহালসহ ন্যাশনাল সার্ভিস কর্মীদের জাতীয়করণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০ 
পিএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   মানববন্ধন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-14 15:04:36