ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৭ জেলের ২০ দিন করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
বরিশালে ৭ জেলের ২০ দিন করে কারাদণ্ড

বরিশাল: মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্য অবৈধ জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (১৩ জানুয়ারি) দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে এবং মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় পরিচালিত এই কম্বিং অপারেশন চলাকালে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করা হয়।

এরা হলেন- মো. মাছুম, মো ফজলু হাওলাদার, মো. জীবন নলি, মাহের হোসেন সিকদার, নিজাম গাজী, স্বপন দেওয়ান ও মো. সিদ্দিক হাওলাদার।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত আটক ৭ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেন। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধংসের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এমএস/ এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।