ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় ইয়াবাসহ একই পরিবারের আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
মঠবাড়িয়ায় ইয়াবাসহ একই পরিবারের আটক ৩

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হাজার ৩শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মা নূরজাহান বেগম, মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)।

নূরজাহান একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহানাজ পারভীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচা-কেনার সময় 
ওই তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় এক হাজার ৩শ’ পিস ইয়াবা। তারা (মা-মেয়ে ও ছেলে) টেকনাফ থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, আটক ওই তিন জনের নামে এসআই শাহানাজ পারভীন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।