bangla news

শিশু তোফাজ্জল হত্যাকাণ্ড: চাচা-ফুফুসহ ৭ জনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৩ ৪:২৪:৪৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিশু তোফাজ্জল (৭) হত্যা মামলায় চাচা-ফুফুসহ সাত জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৩ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) শুভদীপ পালের আদালতে বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ড দেওয়া হয়। 

আদালত সূত্রে জানায়, শিশু তোফাজ্জলের ফুফু শিউলী বেগম ও প্রতিবেশী সারওয়ার হাবিব রাসেলের ১০ দিন ও চাচা লোকমান হোসেন ও সালমান হোসেন, ফুফা সেজাউল, সেজাউলের বাবা কালা মিয়া ও  প্রতিবেশী হাবিবুর রহমান হবিবকে পাঁচদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এদের মধ্যে দু’জনকে পাঁচদিন ও অন্য পাঁচজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ফুফু শিউলী ও প্রতিবেশী রাসেলের দু’দিন এবং চাচা লোকমান, কালা মিয়া ও তার ছেলে সেজাউল ও হাবিবুরের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

নিখোঁজ হওয়ার তিনদিন পর গত শনিবার ভোরে তাহিরপুর সীমান্তে সিমেন্টের বস্তাবন্দি অবস্থায় শিশু তোফাজ্জলের মরদেহ উদ্ধার করা হয়। তোফাজ্জল তাহিরপুর উপজেলার বাঁশতলা গ্রামের জুবায়ের হোসেনের ছেলে।

** তাহিরপুরে ৪ দিন পর মিললো শিশুর বস্তাবন্দি মরদেহ 
** শিশু তোফাজ্জল হত্যাকাণ্ড: ফুফু-চাচাসহ সাত জন কারাগারে 

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   আদালত সুনামগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-13 16:24:45