bangla news

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-০৮ ৮:০৪:১৫ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়কাপন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের আখলাসুর রহমানের ছেলে হাসান আহমেদ সুমন (২৫) এবং অজ্ঞাতপরিচয় এক পথচারী নারী (৬০)।

পুলিশ জানায়, সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার বড়কাপন পয়েন্টে সুনামগঞ্জ আসা পিকআপের সঙ্গে সিলেটগামী ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ নেতা সুমন ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাতপরিচয় একটি বৃদ্ধা চাপা পড়ে। তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল দেব বাংলানিউজকে জানান, এ ঘটনায় পিকআপ চালক জাবেদ মিয়াকে (২০) আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সুনামগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-08 20:04:15