bangla news

নিজেদের শীতকালীন যৌথ প্রশিক্ষণ পরিদর্শন বিজিবি প্রধানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-০৭ ৯:৫৬:৪০ পিএম
প্রশিক্ষণ পরিদর্শনে বিজিবি প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ছবি: বাংলানিউজ

প্রশিক্ষণ পরিদর্শনে বিজিবি প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) ফরিদপুরের মধুখালীতে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা পরিদর্শন করেন তিনি।

আধা-সামরিক বাহিনী হিসেবে এবারই প্রথম বিজিবির প্রায় পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সঙ্গে শীতকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছে। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিজিবি আইন ২০১০ অনুযায়ী বাহিনীটি জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অর্পিত দায়িত্ব পালন করবে। এ কারণে বিজিবিকে অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করা জরুরি।

প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি প্রধান জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোরের এরিয়া কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
পিএম/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   বিজিবি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-07 21:56:40