ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছাত্রী ধর্ষণ: সিসিটিভির ফুটেজ সংগ্রহ, চলছে বিশ্লেষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জানুয়ারি ৭, ২০২০
ছাত্রী ধর্ষণ: সিসিটিভির ফুটেজ সংগ্রহ, চলছে বিশ্লেষণ ঘটনাস্থল ঘিরে রেখেছেন ক্রাইমসিন ইউনিটের সদস্যরা

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে অপরাধীকে শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের একথা জানান।

ডিএমপি উপ-কমিশনার বলেন, এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সবগুলো ব্রাঞ্চ প্রথম থেকেই কাজ করে যাচ্ছে।

গুরুত্ব বিবেচনা করে মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে বিশ্লেষণ হয়েছে সোমবার, আজও হচ্ছে। ওই এলাকা একটি ব্যস্ত সড়ক, সেখানে যথেষ্ট জনসমাগম রয়েছে। তদন্তের স্বার্থে এখনই অনেক কিছু বলা সম্ভব না।

আরও পড়ুন...
** ঢাবির সেই ছাত্রীর ধর্ষণের আলামত মিলেছে​
** আলপনা-বিক্ষোভে ধর্ষণের প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের
** ঢাবি ছাত্রী ধর্ষণ: অপরাধী একজন, তাকে ধরার চেষ্টা চলছে

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।