ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে কাগজ তৈরির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-ইমরান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সুফিয়াবাদ এলাকায় ভারটেক্স পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে। ইমরান বাহুবলের ওলিপুর গ্রামের মুখলেছ মিয়ার ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রতিদিনের মতো কাগজ তৈরির কারখানায় কাজ করছিলেন আল-ইমরান। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা জানুয়ারি ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।