ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রংপুরে ঈদ উপলক্ষে ৮১ হাজার পরিবারকে ভিজিএফ কার্ডে চাল বিতরণ অনিশ্চিত

সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

রংপুর: ঈদ-উল-ফিতর উপলে রংপুরের আটটি উপজেলা ও তিনটি পৌরসভায় ৮১ হাজার দরিদ্র পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ অনিশ্চিত হয়ে পড়েছে।

দুস্থ পরিবারগুলোকে চিহ্নিত করে কার্ড বিতরণের কার্যক্রম সোমবার পর্যন্ত শুরু হয়নি।



জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস সুত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, কাউনিয়া ও রংপুর সদর উপজেলা এবং হারাগাছ, বদগরগঞ্জ ও রংপুর পৌরসভা এলাকায় ৮১ হাজার দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

এ জন্য দুস্থ পরিবারের তালিকা তৈরি করে তাদের মধ্যে কার্ড বিতরণ করার পরই চাল প্রদান করার কথা। কিন্তু গতকাল পর্যন্ত কোনো উপজেলাতেই তালিকা তৈরি শুরু হয়নি বলে ওই সূত্র জানায়।

নাম প্রকাশ না করার শর্তে রংপুর ত্রাণ বিভাগের এক কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘ত্রাণ মন্ত্রণালয় দেরিতে বরাদ্দ পাওয়ায় চাল বিতরণ করা সম্ভব হয়নি। এতো অল্প সময়ের মধ্যে তালিকা তৈরি করে দুস্থদের চাল বিতরণ করা অসম্ভব। ’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘রংপুরের আট উপজেলার জন্য ৭৪ হাজার ৯৬৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৭৪৯ দশমিক ৬৩ মেট্রিক টন এবং ৩টি পৌরসভার জন্য ৬ হাজার কার্ডের বিপরীতে ৬০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ’

তালিকা তৈরি ও কার্ড বিতরণ কার্যক্রম শুরু না হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা ঈদের আগেই দুস্থ পরিবারগুলোর মধ্যে চাল বিতরণের চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।