ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে গণপিটুনিতে নিহত সেই ছিনতাইকারীর পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
যশোরে গণপিটুনিতে নিহত সেই ছিনতাইকারীর পরিচয় মিলেছে

যশোর: যশোরের অভয়নগরের পল্লীতে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন ছিনতাইকারীর পরিচয় পাওয়া গেছে।

রোববার (০৫ জানুয়ারি) দুপুরে নিহত ব্যক্তির স্বজনেরা মরদেহ দেখে তাকে শনাক্ত করেন।

নিহত ছিনতাইকারীর নাম মামুন রশীদ (৩০)।

তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামের সুবহান বিশ্বাসের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শনিবার (০৪ ডিসেম্বর) অভয়নগরের সুন্দলী বাজার এলাকায় মোটরসাইকেল ছিনতাইকালে চালকের চিৎকার শুনে গ্রামবাসীর এসে গণপিটুনি দিলে সন্দেহভাজন এক ছিনতাইকারীর মৃত্যু হয় এবং অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

আরও পড়ুন>>>যশোরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ইউজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad