ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডাকাতি চাঁদাবাজি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
ডাকাতি চাঁদাবাজি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেল গঠন

ঢাকা: পবিত্র ঈদকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মলমপার্টি, টিকিট কালোবাজারি, জলদস্যুতা রোধ এবং ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা, নগদ অর্থ পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে এ সেল গঠন করা হয়।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) সফাত আহম্মদ চৌধুরী, যুগ্ম সচিব কমল কান্তি বৈদ্য, উপ-সচিব (রাজনৈতিক) সিদ্দিউল্ল্যা ভূঁইয়া, উপ-সচিব (প্রশাসন) একেএম মোনোয়ার হোসেন আকন্দ এবং জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।

এ মনিটরিং সেল পুলিশ হেড কোয়ার্টাসে গঠিত কন্ট্রোল রুমের কার্যাদি পর্যবেক্ষণ ও তদারিক করবে। কন্টোল রুম থেকে প্রাপ্ত তথ্য ও গৃহিত ব্যবস্থা সম্বন্ধে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবকে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।