ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

দনিয়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, ডিসেম্বর ৩১, ২০১৯
দনিয়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর দনিয়ায় একটি বাসায় কাকলী (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত কাকলীর বাড়ি বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলায় খাজুরিয়া গ্রামে।

দনিয়ায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শেণিতে পড়তো সে।

তার মা পারভিন আক্তার জানান, দুই মেয়ে ও স্বামী আবুল কাশেমকে নিয়ে দনিয়া নাসির উদ্দিন রোডের চান মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন তারা। কাশেম পেশায় একজন শ্রমিক। দুপুরে রুমে গিয়ে পারভিন দেখেন কাকলী বিছানায় শুয়ে আছে। তার গলায় ওড়না পেঁচানো। পরে তার বাবাকে খবর দিলে তিনি বাসায় এসে কাকলীকে হাসপাতালে নিয়ে যান। তবে, তার মৃত্যুর কারণ জানাতে পারেননি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
পিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।