ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূত তাড়াতে ভূত!

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
ভূত তাড়াতে ভূত!

কলকাতা: ভূত হইতে সাবধান! এ সর্তকবার্তা কোনো হানাবাড়ির দরজায় সাঁটানো নেই। আছে কলকাতার সরকারি পিজি হাসপাতালে।



ইউরোলজি বিভাগের অপারেশান থিয়েটারের পাশে ছাদে ওঠার সিঁড়ির কলাপসিবল গেটে ঝুলছে সাবধান বাণীটি। ইংরেজিতে লেখা ‘বি অ্যাওয়ার অব ঘোস্ট। ’ অর্থাৎ ভূত হইতে সাবধান!

জানা গেছে, সন্ধ্যার পর হাসপাতালে রোগীদের ভিড় কমে গেলে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে নেশা করে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক। এদের ঠেকাতেই ভূতের ওপর ভরসা রাখছেন হাসপাতালকর্মীরা। ফলও  পেয়েছেন হাতেনাতে। ভূতের ভয়ে কেউই আর ছাদমুখো হচ্ছে না!

নামপ্রকাশে অনিচ্ছুক কর্মীরা জানান, ডায়ালিসিস বিভাগের কিছু কর্মীর মাথা থেকে এ অভিনব চিন্তার উদ্ভব হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে নেহায়েত ছেলেমানুষী বলেই মনে করছেন।

হাসপাতালের ডেপুটি সুপার হিমাঙ্ক কুমার নাগ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘বিষয়টি ছেলেমানুষী। ’

তিনি জানান, অবৈজ্ঞানিক এ পোস্টারটি খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।