ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৫, ডিসেম্বর ৩০, ২০১৯
বাগেরহাটে ইয়াবাসহ নারী আটক

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার বাদামতলা গ্রাম থেকে ইয়াবাসহ মিরা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (২৯ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। মিরা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামের শহিদুল শেখের স্ত্রী।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে একটি মুদি দোকানের সামনে থেকে মিরাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৫০ পিস ইয়াবা। আটক মিরার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।