ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজ ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
নিজ ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

গোপালগঞ্জ: ট্রলি বোঝাই করে ইট নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে ফিরছিলেন কিশোর চালক হানিফ চৌধুরী (১৫)। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় হানিফ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ চৌধুরী একই উপজেলার পুকুরিয়া গ্রামের রহিস চৌধুরী ছেলে।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার পুকুরিয়া এলাকার একটি ইট-ভাটা থেকে ইট নিয়ে চাঁপাইল এলাকায় নামিয়ে দিয়ে খালি ট্রলি নিয়ে ফিরছিল হানিফ। পথিমধ্যে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় হানিফ চৌধুরী ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।    
            
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।