ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথানে সোমবার সকাল নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন দাদা শামসুল ইসলাম (৭০) ও নাতি শিহাব (৫)।

তারা গোয়ালবাথান গ্রামের বাসিন্দা।

স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, সকাল ৯টার দিকে  জয়দেবপুর- রাজশাহী ট্রেন লাইনের উপর দাড়িয়ে শিহাব রুটি খাচ্ছিল। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তার একেবারে কাছে চলে আসে। তাকে ডাকাডাকি করলেও না সরায় দাদা তাকে বাচাঁতে যান। এসময় দু’জনেই ট্রেনে কাটা পড়েন।

কালিয়াকৈর থানার ওসি আমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বজনরা লাশ দু’টি নিয়ে গেছেন।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলী আকবর জানান, দুর্ঘটনার খবর তিনি সাংবাদিকদের কাছে শুনেছেন। রেলওয়ে থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।