ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

শীতের হঠাৎ বৃষ্টিতে খাগড়াছড়ির জনজীবন স্থবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, ডিসেম্বর ২৭, ২০১৯
শীতের হঠাৎ বৃষ্টিতে খাগড়াছড়ির জনজীবন স্থবির

খাগড়াছড়ি: এমনিতেই পাহাড়ি এলাকায় শীতের মাত্রা সমতলের চেয়ে বেশি। এর মাঝে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে খাগড়াছড়িতে। এতে করে জনজীবন যেন অনেকটাই স্থবির হয়ে পড়েছে পার্বত্য এ এলাকায়। 

পৌষের এ বৃষ্টিতে শীত ও কুয়াশা আরো বেড়ে যাওয়ায় শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। দুপুর নাগাদ সূর্যের মুখ কিছুটা দেখা দিলেও তাতে ছিল না তেমন তেজ।

কুয়াশায় ঢাকা পড়ে আছে চারপাশ। কুয়াশার দাপটে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

শীতে বিপর্যস্ত হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। কিন্তু তা চহিদার তুলনায় অপ্রতুল।  

এদিকে শীত নামার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা। বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবে আতঙ্কিত না হয়ে শীতজনিত রোগ প্রতিরোধে সর্তকতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৯
এডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।