ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্কুলছাত্রী হত্যায় জড়িতদের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
স্কুলছাত্রী হত্যায় জড়িতদের বিচার দাবি

রংপুর: ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুরস্থ ঠাকুরগাও জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।  এ সময় বক্তারা সালমা হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

 

মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল রানা, স্কুলছাত্র অনিক, জিনিয়াসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গত ১৫ ডিসেম্বর সুমনা নিখোঁজ হয়। পরে ২০ ডিসেম্বর রাতে ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া কানুনের বাড়ির বাথরুম থেকে সুমনার মরদেহ উদ্ধার করা হয়।  
নিখোঁজের পরদিন সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেন। আটক কানন শহরের গোয়ালপাড়ার গিয়াস মাহমুদ কনকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।