ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় সোমবার সকালে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

প্রত্যদর্শীরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, দৌলতদিয়াগামী সৌরভ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ৯টার দিকে মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে করে ট্রাকটি ছুটে গিয়ে কাছেই বসে থাকা হাফিজ (৪১) ও ফজলুল বিশ্বাসকে (৬০) ধাক্কা দিলে তারা মারাত্মক আহত হন।

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির কিছুণ পর হাফিজ মারা যান। ফজলুল বিশ্বাসের অবস্থাও আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

জানা গেছে, নিহত হাফিজ কুষ্টিয়ার হরিশংকরপুরের মাহাতাব উদ্দিনের পুত্র এবং ফজলুল বিশ্বাস লাহিনী বটতলার মোজাহার বিশ্বাসের পুত্র।

কুষ্টিয়া সদর থানা সূত্র জানায়, দুর্ঘটনা ঘটানো বাসটিকে ঘটনাস্থল থেকে আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।