ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

নুরের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, ডিসেম্বর ২৬, ২০১৯
নুরের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি

ঢাকা: সন্ত্রাস-নৈরাজ্যমুক্ত নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা ও ডাকসুর ভিপি নুরের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মিশন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা ডাকসু ভিপি নুর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

ছাত্রলীগের পৈশাচিক, নৃশংস অত্যাচার, নির্যাতন-নিপীড়ন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে জানান তারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ বিরোধীশক্তিকে নির্মূল করতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। ভিপি নুরের ওপর ন্যক্কারজনকভাবে নয় বার হামলা হলেও প্রশাসনের ভূমিকা রহস্যজনক। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব অপকর্মের সঙ্গে ছাত্রলীগ জড়িত।

এসময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভিসি-প্রক্টরসহ প্রশাসনের আস্কারা পেয়ে ছাত্রলীগ আজ দৈত্য-দানবে পরিণত হয়েছে। তারা ক্যাম্পাসে  সীমাহীন সন্ত্রাস, খুন, ধর্ষণ, ভর্তি বাণিজ্য হল দখলসহ অপকর্মের দায় এড়াতে পারে না। আজ শিক্ষাঙ্গনের সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে এক আতঙ্কের নাম ছাত্রলীগ।

ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- লেবার পার্টির (ঢাকা দক্ষিণ) সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, ছাত্র মিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।