ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বড়দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বড়দিন খাাগড়াছড়িতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন।

বুধবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি জেলা শহর এবং আশপাশের গির্জাগুলোতে সকালে সম্মিলিত প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়। জেলা শহরের খাগড়াপুরের কেন্দ্রীয় ব্যাপ্টিস্ট চার্চে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু স্বতস্ফুর্তভাবে প্রার্থনা এবং সংগীত পরিবেশনায় অংশ নেয়।



কেক কেটে গির্জায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  
 
খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের ফাদার হেমাকর ত্রিপুরা জানান, জেলার সবকটি গির্জায় অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
 
জানা যায়, এবার জেলায় প্রায় ৬১টি ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক গীর্জায় বড়দিনের উৎসব পালন করা হচ্ছে। এই উপলক্ষে জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৯
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।