ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফুটেজ দেখে ডাকসুর হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ফুটেজ দেখে ডাকসুর হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ডাকসুতে হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে।

ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ্য-সুন্দর সমাজ গড়তে তরুণদের মাদকের ভয়ানক ছোবল থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ এর সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।