ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, ডিসেম্বর ২৫, ২০১৯
বগুড়ায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, নিহত ১ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যান ঘরে প্রবেশ করায় কাজলী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের গহর আলীর স্ত্রী।

জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত ঘরে প্রবেশ করে। এতে কাজলী খাতুন কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।