ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গঙ্গাচড়ায় নলকূপের পানি পান করে অসুস্থ ৯

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
গঙ্গাচড়ায় নলকূপের পানি পান করে অসুস্থ ৯ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থরা, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নলকূপের পানি পান করে একই পরিবারের পাঁচজনসহ নয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়বিলের বাগপুর এলাকায় তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- বেগম (৫৫),  ছফুরা (৭৭),  রুমি (২৩), লতিফা (৩৫), আকতারা (২৫), জয়নব (৭৫), মজিবর রহমান (৬০), মমিনুল (৫৫), নবিয়াল (২৮)।   আহতরা রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো চোর চক্র চুরি করতে এসে নলকূপের পানিতে বিষ মিশিয়ে থাকতে পারে। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছি। আহতদের রমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।