ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত যুবক আটক

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

চট্টগ্রাম: সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে জিয়াউর রহমান চৌধুরী ওরফে ভিকি চৌধুরী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১২টায় নগরীর প্রবর্তক মোড়ের আফমি প্লাজা থেকে তাকে আটক করা হয়।



জিয়া ফেইসবুকে স্বনামে ও ভিকি চৌধুরী নামে ভুয়া প্রোফাইল খুলে বিভিন্ন পেশার নামকরা ১৬৩ জন লোককে উত্যক্ত ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল কিবরিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিয়াকে আটক করে পুলিশ।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘নিজেকে শিল্পপতি পরিচয় দিয়ে ভিকি চৌধুরী ও ফারিয়া চৌধুরী নামে ফেইসবুকে অ্যাকাউন্ট খুলে দেশের বিভিন্ন স্থানের নামী-দামি লোককে বন্ধু বানিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করে জিয়া। ’

তিনি আরও বলেন, ‘জিয়া পাঞ্জাবি গিফট করার কথা বলে অধ্যাপক কিবরিয়াকে আফমি প্লাজায় আসতে বলে। সুযোগ বুঝে তিনি সেখানে গিয়ে কফি খাওয়ার কথা বলে জিয়াকে বাইরে ডেকে আনেন। এরপর তাকে আটক করা হয়। ’

এ প্রসঙ্গে মোহাম্মদ মনজুরুল কিবরিয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ভিকি চৌধুরী নামে জিয়া আমাকে ফেইসবুকে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে আমন্ত্রণ জানাতো। অপরদিকে, রাত গভীর হলেই ফারিয়া পরিচয়ে মেয়েলি কণ্ঠে মোবাইলে প্রেমের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠাতো। এজন্য গালি-গালাজ করলে জিয়া দুইবার আমাকে তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়। ’

তিনি আরও বলেন, এক পর্যায়ে ভিকি তার পেশাগত ও ব্যক্তিগত জীবন অতিষ্ঠ করে তুললে বিষয়টি তিনি আব্দুল আজিজকে জানান।

এদিকে, আটকের পর জিয়া প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছে বলে দাবি করলেও পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে মাদ্রাসা থেকে এসএসসি পাস করেছে। তার পেশা ঝুট ব্যবসা।

পাঁচলাইশ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ফেইসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বন্ধুত্বের আড়ালে প্রতারণার কথা স্বীকার করেছে জিয়া। ’

এ ব্যাপারে টেলিযোগাযোগ আইনে আটক যুবকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।