ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হাজারীবাগে কাসিদা দলের সদস্যকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

ঢাকা: সেহরীর সময় গান গেয়ে ঘুম ভাঙ্গানো নিয়ে দু’গ্রুপের মধ্যে রেষারেষির কারণে কাসিদা দলের এক সদস্যকে সোমবার ভোরে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবকের নাম মো. কালু মিয়া (২৩)।

রোজার শুরু থেকেই তিনি হাজারীবাগ থানার নিমতলী এলাকায় গান গেয়ে রোজদারদের ঘুম ভাঙ্গানো কাসিদা দলের সদস্য ছিলেন।

হাজারীবাগ থানা অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাইনুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, একই এলাকায়  গান গেয়ে ঘুম ভাঙ্গানো নিয়ে দু’দলের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে সেহরীর পর প্রতিপক্ষ দলটি কালুকে পিটিয়ে হত্যা করে।

সকাল সাড়ে এগারোটায় কালুর মৃতদেহ হাজারীবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।