ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ফেনসিডিলসহ সেনা কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী রেলগেইট থেকে রোববার রাতে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটক করা হয়েছে।   ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার (ট্রেনিং ব্যাটালিয়ন), চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত এই মেজরের নাম  শিব্বির আহমেদ।

তার আইডি নম্বর - ৯৯০৪৯০৩।

পুলিশ সূত্র জানায়, শিব্বির আহমেদের পাসপোর্টের তথ্য অনুযায়ী ২৭ দিন আগে চিকিৎসার জন্য ভারতে যান। রোববার তিনি বেনাপোল থেকে বাসে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রাত নয়টার দিকে পুলিশ বাসটি তল্লাশি করতে গেলে শিব্বির সন্দেহজনক আচরণ করেন। এ সময় তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে।

মধুখালী থানা সুত্র জানায়, এ ঘটনায় ওই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মহসিনুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আটক সেনা কর্মকর্তাকে যশোর সেনানিবাস থেকে আসা একটি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad