ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

ঢাকা: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭১ সালের গণহত্যা জাতিসংঘকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে।

৭১ সালে স্বাধীনতার পরাজিত শক্তির সহায়তায় এ গণহত্যা ঘটানো হয়।  

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সৈয়দ হাসান ইমাম বলেন, ৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি যৌক্তিক। কারণ এত মানুষ কোথাও হত্যা করা হয়নি। এত দিনেও এ গণহত্যার স্বীকৃতি মেলেনি। এটা খুবই দুঃখজনক। আশা করি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলম। বক্তব্য রাখেন চিত্রনায়ক শাকিল খান, জোটের মুখপাত্র অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোসাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।