ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
মধুপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার রাজমিস্ত্রিদের নিয়ে বসুন্ধরা সিমেন্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত জেলা পরিষদের মধুপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় দুই উপজেলার অর্ধশতাধিক রাজমিস্ত্রি অংশ নেয়।  

এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট ময়মনসিংহের ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান।

রাজমিস্ত্রিদের নির্মাণ সংক্রান্ত পরামর্শ দেন- মধুপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী খলিলুর রহমান, ধনবাড়ীর উপ-সহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন সাগর, বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে প্রকৌশলী মারুফ বিল্লাহ ও জুয়েল রানা, ঠিকাদার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, রাজমিস্ত্রি মোসলেম উদ্দিন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নির্মাণ শিল্পীদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।