ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

রাজশাহী: জাতির ইতিহাসে গভীর বেদনাময় স্মৃতির অশ্রুভেজা দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দিনটিতে হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারদের হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানরা শহীদ হন।

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক এ কর্মসূচির কথা জানিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা শহীদ স্মৃতিফলকে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ। সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিন বাদ যোহর সব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহতসহ সব বীর মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও প্রার্থনা করা হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।