ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লৌহজংয়ে চাপা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
লৌহজংয়ে চাপা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নির্মাণাধীন থানা ভবনের প্যাসেজের পিলার ধসে চাপা পড়া শ্রমিক মন্নাফের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মালিরঅংক এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে উদ্ধারকারীরা।

মৃত মন্নাফ নাটোর জেলার সিংড়া উপজেলার কৈগ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নির্মাণাধীন ওই ভবনটির কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সততা এন্টারপ্রাইজ’।

>>>লৌহজংয়ে ভবনের পিলার ধসে আটকা পড়েছে এক শ্রমিক, আহত ৩

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, লৌহজং থানার নির্মাণাধীন মূল ভবনের প্যাসেজের পিলার ধসে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়। তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত তিন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।