ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লৌহজংয়ে ভবনের পিলার ধসে আটকা পড়েছে এক শ্রমিক, আহত ৩  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
লৌহজংয়ে ভবনের পিলার ধসে আটকা পড়েছে এক শ্রমিক, আহত ৩  

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন থানা ভবনের প্যাসেজের পিলার ধসে একজন শ্রমিক আটকা পড়েছে। এসময় আহতাবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মালিরঅংক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, লৌহজং থানার নির্মাণাধীন মূল ভবনের প্যাসেজের একটি পিলার ধসে পড়ে তার নিচে একজন শ্রমিক আটকা পড়ে আছে। পিলার ধসে আহত হয়েছেন তিন শ্রমিক। তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আটকা পড়া শ্রমিককে উদ্ধারে চেষ্টা চলছে, বিস্তারিত পরে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ