ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
নারায়ণগঞ্জে আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করছেন। ছবি: বাংলানিউজ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় আওয়ামীপন্থি আইনজীবীরাও আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা আদালতপাড়ায় দু’টি কর্মসূচি একই সঙ্গে হয়। একদিকে বিএনপিপন্থি আইনজীবীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান ও বক্তব্য দেন।

অপরদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা যে কোনো ধরনের নাশকতা ও জ্বালাওপোড়াওয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

আদালতপাড়ায় সকাল থেকেই চলছে দু’পক্ষের আইনজীবীদের এমন পাল্টাপাল্টি কর্মসূচি।

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।