bangla news

মানবাধিকার দিবসে বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-১২ ৩:০০:৪৭ এএম
বইয়ের মোড়ক উন্মোচন।

বইয়ের মোড়ক উন্মোচন।

ঢাকা: 'আবসেন্স অফ ডেমোক্রেসি অ্যান্ড সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন বাই স্টেট আপ্পারাতুস' শিরোনামে একটি বই প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বুধবার (১১ডিসেম্বর ) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রফেসর ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্থাৎ গত ১০ বছরে দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বইটিতে মানবাধিকার লংঘন বিষয়ক বিভিন্ন বিষয় সচিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যে সব ঘটনার সম্মুখীন হয়েছেন তা বিভিন্ন রেফারেন্সসহ উঠে এসেছে এই বইটিতে।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
পিএস/আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-12 03:00:47