bangla news

শরণখোলায় পুকুর থেকে অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-১১ ৯:৫০:৩১ পিএম
উদ্ধার হওয়া অজগর সাপটি। ছবি: বাংলানিউজ

উদ্ধার হওয়া অজগর সাপটি। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের রাজ্জাক হোসেনের বাড়ির পুকুর থেকে সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে বন বিভাগ।

এসময় ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটের আলম হাওলাদার, ভিটিআরটি সরোয়ার জমাদ্দার, নজরুল আকনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভোলা ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সুন্দরবন সুরক্ষা কমিটি, সিপিজি, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি টিমের সদস্যরা স্থানীয় একটি পুকুর থেকে অজগর সাপটি উদ্ধার করে। সাপটি পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকায় অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির ওজন চার কেজি।

এর আগে, ৯ ডিসেম্বর স্থানীয় একটি ধান ক্ষেত থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন সময় শরণখোলা লোকালয় থেকে কয়েকটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বাগেরহাট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-11 21:50:31