ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১, দগ্ধ ৩২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১, দগ্ধ ৩২

ঢাকা: কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ৩২ জন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৫টা ৫০ এর দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

উদ্ধারকারী মো. জাহিদ বাংলানিউজকে জানান, আগুনে দগ্ধ হয়ে ৩২ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

কারখানার সিকিউরিটি অফিসার বাহার আলী বাংলানিউজকে বলেন, কারখানার ভেতর প্রায় দুই শতাধিক লোক কাজ করে। যে ইউনিটে আগুন লাগে সেই ইউনিটে ৫০/৬০ জন লোক কাজ করতো। আগুনের শুরুতেই কারখানার ম্যানেজার নজরুল ইসলাম আহত অবস্থায় বেরিয়ে আসে। তারপর শ্রমিক আলমগীর, রাজ্জাক, সাজিতসহ বেশ কয়েকজন আগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন।

পড়ুন>>কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: অনুমোদন ছিল না ওই কারখানার

ঢাকা জোন-৬ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান বাংলানিউজকে জানান, কেরানীগঞ্জ, পোস্তগোলা, সদরঘাট ও হেডকোয়ার্টারের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের পরপরই আমাদের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯/আপডেট: ১৮৫৬ ঘণ্টা
এজেডএস/এনটি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।