ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজারহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
রাজারহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিশ্বর তালুক গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশু দুটি রাচারহাট সদর উপজেলার হরিশ্বর তালুক গ্রামের নুরুল হকের ছেলে ইয়াকুব আলী (৮) ও হোসেন আলীর ছেলে রাবী (৭)।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের শিশু ইয়াকুব ও রাবী মঙ্গলবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজের পর বিকেলে বাড়ির পাশের শাহালম মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে শিশু দু’টি পা পিছলে পানিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়:  ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।