ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল: বরিশালে কেন্দ্রীয় কারাগারে আলতাফ মৃধা (৫৬) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

আলতাফ মৃধা বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসুদেবপাড়া এলাকার মৃত হাসেম মৃধার ছেলে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল কারাগারের খেলার মাঠের পাশে বসে হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেলে ৪টা ৪০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলতাফ মৃধা একটি হত্যা মামলায় ২০০৫ সাল থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।