ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে পরশ মিয়া (২০) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়।

পেশায় দিনমজুর পরশ মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে বোন সেলিনা আক্তারের বাসায় থাকতেন।

তিনি নেত্রকোনা মদন উপজেলার ঠাগুরিয়া গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।  

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরশ দীর্ঘদিন  পাইলস রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও তার রোগ ভালো হয়নি। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানায়।

তিনি আরও জানান, মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দরখাস্তের পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad