bangla news

রোগীদের খোঁজ নিতে হাসপাতালে গেলেন জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৯ ১১:৪৫:২২ পিএম
হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় টাইফয়েড, ডায়রিয়া, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৪১ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে মারা গেছে তিন নবজাতক শিশু। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন।

খবর পেয়ে সোমবার (০৯ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খোঁজ নিতে যান জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম।

এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং ১০০টি কম্বল বিতরণ করেন।

শীত আসার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও জেলায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।

জেলা প্রশাসক রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডাক্তারদের বিভিন্ন পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল, ঠাকুরগাঁও সদর হাসপালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহাজান নেওয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন :   ঠাকুরগাঁও
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-09 23:45:22