ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পাঁচ জয়িতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
নীলফামারীতে পাঁচ জয়িতাকে সম্মাননা

নীলফামারী: বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় নীলফামারীতে জেলা পর্যায়ে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

সোমবার (৯ ডিসেম্বর) শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন- সৈয়দপুরের রওশন আরা, ডোমারের নাজিরা আখতার, কিশোরগঞ্জের শামীম আরা, ডোমারের বাছিরন ও জলঢাকা উপজেলার আরজিনা বেগম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী।

এর আগে ডিসি অফিস থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলায় এসে মিলিত হয়।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।